ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

টান | নুরএলাহি মিনা

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
টান | নুরএলাহি মিনা টান

এখানে যখন আঁধার নেমেছে, তোকে ছুঁয়ে যায় আলো
এখানে যখন সূর্য উঠেছে, তোকে ঘিরে আছে কালো।

আলো-আঁধারির লুটোপুটি মেখে শুকতারা চলে যায়
পদ্মা জলের নুপুর-ঘুঙুর পদ্মাবতীর পায়।
মেঘনা-যমুনা ধলেশ্বরী, মধুমতি-বারাশিয়া
মেঘদূত হয়ে রামগিরি যায় কাঁদছে ষক্ষপ্রিয়া।


এখানে কেবলি শুভ্র তুষার হীম হীম নদী জল
বিদ্যাপতির 'এ ভরা বাদর' কোথায় পাব বল।
বাল্মিকী ব্যাস কবি কালিদাস রবীন্দ্র নজরুল
সবই আছে তোর এ যে নেশাঘোর যেন মহুয়ার ফুল।
টান টান বুকে ঝাঁঝালো মিছিল প্রভাত ফেরির গান
একাত্তরের তেজী জোয়ান, যার লাল-সবুজেই প্রাণ।
সংসপ্তক বীর আছে তোর, আছে সখিনা বীরঙ্গনা
একই অঙ্গে এতরূপ তোর এতো মাটি নয়, সোনা।
যত দূরে যাই, তত কাছে আসি প্রতি নিশ্বাসে তুই
আলো-ঝলমল আঁধারে হারায়ে বার বার তোরে ছুঁই।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।