ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কুষ্টিয়ায় বরেণ্য কবি-লেখকদের সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
কুষ্টিয়ায় বরেণ্য কবি-লেখকদের সংবর্ধনা

ঢাকা: কুষ্টিয়ায় বরেণ্য কবি-লেখক গুণীজনদের সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়ার ৫টি সংগঠন ও ঢাকার আবিস্কার পাবলিকেশনস।

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।  

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রশীদ আসকারী।

তিনি বলেন, কবিতার মাধ্যমে সকল অন্ধতাকে দূরে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সংবর্ধিত কবিরা হলেন- বরেণ্য কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি মারুফুল ইসলাম, কবি ফরিদ আহমদ দুলাল, কথা সাহিত্যিক রফিকুর রশীদ, সাংবাদিক-ভ্রমণ লেখক মাহমুদ হাফিজ, কবি রফিক হাসান, কবি ও শিল্পী অপর্ণা খান।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, কবিতা স্বপ্ন দেখায়। মানবতা ও প্রেমের কথা বলে, ভালবাসার কথা বলে। কবিতার ভালবাসার মধ্যদিয়ে আমরা সব সংঘাত-কপটতাকে পরিহার করে আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়বো।    

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি কবি সৈয়দ আবদুস সাদিক, কবি ও নগর সৌন্দর্যবিদ রাফেয়া আবেদীন ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষক অজেয় মৈত্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যোতি ডেভেলপেমন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন সৈয়দা হাবিবা।    

আয়োজক সংগঠনের মধ্যে রয়েছে ঢাকার আবিস্কার পাবলিকেশন্স এবং কুষ্টিয়ার কুষ্টিয়ালেখক ফোরাম, কুষ্টিয়া আবৃত্তি পরিষদ, লালন সঙ্গীত চর্চা ও গবেষণা কেন্দ্র, নবরূপে জাগো সাহিত্য আসর, জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।