ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলাদেশ চারুশিল্পী সংসদের সমাবেশ শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বাংলাদেশ চারুশিল্পী সংসদের সমাবেশ শুক্রবার বাংলাদেশ চারুশিল্পী সংসদ ফেসবুকে দেওয়া চিত্র

ঢাকা: পাঠ্যক্রম সাম্প্রদায়িকীরণের বিরুদ্ধে এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাসে চারু ও কারুকলা, নৃত্য, নাট্য, সঙ্গীত তথা সব সুকুমার বিষয় বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে সমাবেশে করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চারুশিল্পী সংসদ। আগামী শুক্রবার (২৬ মে) সকাল ৯টায় শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রতিবাদী চিত্রাংকন শিল্পীদের প্রতি সমাবেশে অংশ নেওয়া জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটি এ আহ্বান জানান।

সংগঠনের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলা হয়, যারা শিক্ষা নিয়ে কাজ করছেন তারা জানেন দেশের শিক্ষাব্যাবস্থা থেকে চারুশিক্ষা বন্ধ করলে লাভটা কাদের হবে, আর ক্ষতিটা কাদের হবে। তাই এ বিষয়ে পত্র-পত্রিকায় লিখবার অনুরোধ জানাচ্ছি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ/বিভাগের প্রত্যেক শিক্ষকের এ বিষয়ে পত্র-পত্রিকায় লেখালেখি করাটা দায়িত্ব বলেই মনে করছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা, নাট্যকলা, সঙ্গীত, চলচ্চিত্র, ইত্যাদি অনুষদ/বিভাগের প্রত্যেক শিক্ষকের এ বিষয়ে পত্র-পত্রিকায় লেখালেখি করাটা দায়িত্ব বলেই মনে করছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষকেরাও একই দায় বহন করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।