ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

আইজিসি-জগন্নাথ হলের যৌথ উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আইজিসি-জগন্নাথ হলের যৌথ উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী রবীন্দ্র-নজরুল জয়ন্তী

যৌথভাবে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন করছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল।

এ উপলক্ষে আগামী সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টায় জগন্নাথ হলের উপাসনালয়ে প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন।  

এতে মনোমুগ্ধকর নৃত্য নিয়ে হাজির হবেন পূজা সেনগুপ্ত ও তার দল।

এছাড়া অদিতি মহসিন রবীন্দ্রসঙ্গীত ও ড. নাশিদ কামাল নজরুলসঙ্গীত গাইবেন।  

সবার জন্য উন্মোক্ত এ অনুষ্ঠানে উপভোগ করতে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছে আয়োজক পক্ষ।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসএনএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।