ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কৈশোর তারুণ্যে বই’র চারদিনের বইমেলা রোববার থেকে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
কৈশোর তারুণ্যে বই’র চারদিনের বইমেলা রোববার থেকে

ঢাকা: কৈশোর তারুণ্যে বই’র শ্রেণিকক্ষের পাশে বইমেলা আয়োজনের এক বছর পূর্তি হলো। বর্ষপূর্তি উপলক্ষে আগামী রোববার (৩০ জুলাই) থেকে বুধবার (০২ আগস্ট) পর্যন্ত রাজধানীর শঙ্করের ছায়ানটে চারদিনের বইমেলার আয়োজন করা হয়েছে।

বইমেলার উদ্বোধন হবে রোববার সকাল দশটায়। ছায়ানটের সেমিনার কক্ষে বেলা এগারটায় কৈশোর-তারুণ্যে বই’র বর্ষপূর্তি উপলক্ষে বইবন্ধুদের মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।

এ আয়োজনে থাকবেন সিরাজুল ইসলাম চৌধুরী,  সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আনিসুল হক, সেলিনা হোসেন ও তুষার আবদুল্লাহ।

এ পর্যন্ত ২৫টি মেলা করেছে কৈশোর তারুণ্যে বই। শিশু-কিশোরদের জন্য বইয়ের আলাদা ক্যাটালগ তৈরি করা হচ্ছে। তারা যেন ভালো বই বাছাই করে নিতে পারে, সেজন্য তৈরি করা হচ্ছে শিক্ষার্থীদের।  

বই লেখার ক্ষেত্রে বইবন্ধুদের মতামতক  প্রাধান্য দিতেও কাজ করছে কৈশোর তারুণ্যে বই।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এএসআর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।