ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জাতীয় জাদুঘরে নিপার চিত্রপ্রদর্শনীর উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
জাতীয় জাদুঘরে নিপার চিত্রপ্রদর্শনীর উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে নিপার চিত্রকর্ম দেখছেন অতিথিরা/ছবি-সুমন

ঢাকা: মাকসুদা ইকবাল নিপা সুপরিচিত তার বিশাল ক্যানভাসে রঙিন বিমূর্ত রূপ ফুটিয়ে তোলার জন্য। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে জাতীয় জাদুঘরে তার চিত্রকর্মের উপর স্বতন্ত্র প্রকাশনা ও একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ চিত্রপ্রদর্শনী চলবে ১০ আগস্ট পর্যন্ত।

জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠ‍ানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সেওং-দু, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবালেত, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, গ্যালারি কসমস-এর চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান, চিত্রশিল্পী ও লেখক জাভেদ জলিল।

ফারুক সোবহান বলেন, নিপার চিত্রকর্মের মধ্যে স্বতন্ত্রতা রয়েছে। তার কর্মের দিকে তাকালে দৃশ্যমান বিশেষ অনুভূতি অনুভূত হয়। নিপা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রদর্শনী করেছেন। বলতে দ্বিধা নেই, এ ধরনের শিল্পীরা বাংলাদেশের জন্য ডিপ্লোম্যাসির কাজ করেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সেওং-দু বলেন, আমি শিল্পে এক্সপার্ট নই। তার পরেও বলব নিপার চিত্রকর্ম খুবই চিত্তাকর্ষক। নিপা একজন স্বনামধন্য শিল্পী। তিনি শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ কোরিয়ায়ও জনপ্রিয়। নিপার কাজ দু‘দেশের মধ্যে সেতু হিসেবে কাজ করে।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবালেত বলেন, নিপা বিশ্বের জন্য বাংলাদেশের উপহার। তার চিত্রকর্ম আপনাকে মোহিত করবে। তার চিত্রে প্রতি স্তরে স্তরে শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে।

নিপা ১৯৯৬ সালে চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ও ২০০৪ সালে জাপানের আইচি ইউনিভারসিটি অব এডুকেশন থেকে ফাইনআর্ট (পেইন্টিং) এ মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

কসমস বুকস প্রকাশ করেছে মাকসুদা ইকবাল নিপার 'এপিসোডস অব হার গেইজ' বইটি।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সেওং-দু ও মিসেস সং গো-ইয়ুন যন্ত্রসংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
কেজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।