‘পিস ইন দ্য টাইমস অব ডিসকুইট’ নামে এ প্রদর্শনী গত ২৪ আগস্ট (বৃহস্পতিবার) শুরু হয়ে চলবে ২৯ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত। প্রদর্শনীতে স্থান পেয়েছে মোহাম্মদ ইকবাল হোসেনের ২১টি চিত্রকর্ম।
প্রদর্শনীতে আসা অধিকাংশ দর্শকই চিত্রকর্মগুলোর প্রতি বিশেষ আগ্রহী। এছাড়া তারা শিল্পীর কাছে ছবির ইতিহাস এবং বিষয়বস্তু সম্পর্কেও জানতে আগ্রহ প্রকাশ করছেন বলে জানান মোহাম্মদ ইকবাল।
বিশিষ্ট এ শিল্পী বর্তমানে বাংলাদেশের চিত্রশিল্পের একজন নিবেদিত প্রাণ হিসেবেই পরিচিত। রং-তুলির একাত্মতায় তিনি তার ক্যানভাসে ফুটিয়ে তোলেন বিভিন্ন দৃশ্য ও ছায়ামূর্তি।
মোহাম্মদ ইকবাল জাপানের ‘টোকিও ইউনিভার্সিটি অব আর্টস’ থেকে তৈলচিত্রের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার চিত্রকর্মগুলি জাপান ও বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত গ্যালারীতে প্রদর্শিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এইচএমএস/এএ