ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জাপানে মোহাম্মদ ইকবালের ৪১তম একক চিত্রকর্ম প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
জাপানে মোহাম্মদ ইকবালের ৪১তম একক চিত্রকর্ম প্রদর্শনী শিল্পীর সঙ্গে চিত্রকর্ম দেখছেন দর্শনার্থীরা/ছবি: বাংলানিউজ

জাপানের ওসাকাভিত্তিক বিখ্যাত আর্ট গ্যালারি চায়ামচি আয়োজন করেছে বাংলাদেশের শিল্পী মোহাম্মদের ইকবালের ৪১তম একক চিত্রপ্রদর্শনীর।

‘পিস ইন দ্য টাইমস অব ডিসকুইট’ নামে এ প্রদর্শনী গত ২৪ আগস্ট (বৃহস্পতিবার) শুরু হয়ে চলবে ২৯ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত। প্রদর্শনীতে স্থান পেয়েছে মোহাম্মদ ইকবাল হোসেনের ২১টি চিত্রকর্ম।

বিখ্যাত এ শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক।
 
প্রদর্শনীতে আসা অধিকাংশ দর্শকই চিত্রকর্মগুলোর প্রতি বিশেষ আগ্রহী। এছাড়া তারা শিল্পীর কাছে ছবির ইতিহাস এবং বিষয়বস্তু সম্পর্কেও জানতে আগ্রহ প্রকাশ করছেন বলে জানান মোহাম্মদ ইকবাল।
 
বিশিষ্ট এ শিল্পী বর্তমানে বাংলাদেশের চিত্রশিল্পের একজন নিবেদিত প্রাণ হিসেবেই পরিচিত। রং-তুলির একাত্মতায় তিনি তার ক্যানভাসে ফুটিয়ে তোলেন বিভিন্ন দৃশ্য ও ছায়ামূর্তি।
 
মোহাম্মদ ইকবাল জাপানের ‘টোকিও ইউনিভার্সিটি অব আর্টস’ থেকে তৈলচিত্রের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার চিত্রকর্মগুলি জাপান ও বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত গ্যালারীতে প্রদর্শিত হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।