ভাল্লাগে না আর,
বোধ হারালে কেউ ফিরে তা পায় কি পুনর্বার?
খ, বন দেবীকার পায়ের নিচে পিষ্ট হলো ফুল
একবারও সে দেখল না তা, নয় কি এ তার ভুল?
হয়তো সেই-ই ঠিক
তাইতো এমন অসংগতি চলছে চারিদিক!
গ, মন আকাশে নিত্য জ্বলে স্বপ্নেরই শুকতারা
ওসব দেখার পাইনে সময় চলছি দিশেহারা
পুড়ছে মেধার ঘর
নষ্ট বোধের ক্ষরণ নিয়েই ছুটছি নিরন্তর।
ঘ, হৃদয় পাড়ার পাঠশালাতে কে পাঠাল চিঠি?
চিঠির পাতায় একখানি মুখ হাসছে মিটি মিটি
বলি তারে শোন,
তুই কি আমার বিবেক, নাকি গণতন্ত্রের বোন?
ঙ, একটা জীবন চলছে কেমন সবই কি আর বুঝি?
বুঝতে গিয়েই হাজার রকম মোহরদানা খুঁজি
খুঁজেও কি সব পাই?
পেলেও দেখি হারিয়ে গেছে, আমার কাছে নাই!
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এসএনএস