ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

টরন্টোতে চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল ২৮ ও ২৯ এপ্রিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
টরন্টোতে চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল ২৮ ও ২৯ এপ্রিল চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যালের লোগো

টানা তিনবার অভাবনীয় সাফল্যের পর ২০১৮ সালের ২৮ ও ২৯ এপ্রিল কানাডার বাণিজ্যিক নগরী টরন্টোতে অনুষ্ঠিত হবে চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল।

আয়োজনকে সফল করতে প্রতিবছর ৭২ সদস্যের একটি টিম দিনরাত কাজ করে। শিগগিরই ফেস্টিভ্যাল উদযাপন কমিটির সব সদস্যের নাম ঘোষণা করা হবে।

 

ফেস্টিভ্যালের বিষয়ে সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে থাকবে ভিন্নতা। দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনের পাশাপাশি থাকছে কানাডা ও আমেরিকার ভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনা, যা এবারের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করবে।  

বাংলাদেশ ফেস্টিভ্যালের বিগত আয়োজনগুলোতে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি তারকারা। এদের মধ্যে এগারোবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবিনা ইয়াসমিন, প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদী, কোকিল কণ্ঠী সামিনা চৌধুরী, এভারগ্রিন কুমার বিশ্বজিৎ, হার্টথ্রব আঁখি আলমগীর, গানের পাখি মৌটুসি, জনপ্রিয় শিল্পী চন্দন সিনহা, দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানি উল্লেখযোগ্য।  

গত বছর বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অন্টারিও প্রিমিয়ার ক্যাথলিন উইন, টরন্টো মেয়র জন টরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অন্টারিওর ইমিগ্রেশন মিনিস্টার লরা এ্যালবেনিজ, এডুকেশন মিনিস্টার মিটজি হান্টার, এনডিপির জগমিত সিং, অন্টারিও কনজারভেটিভ পার্টির প্রধান প্যাট্রিক ব্রাউন এমপিপি, কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান, বিল ব্লেয়ার এমপি, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপিসহ আরো অনেকে।  

প্রতিবারের মতো এবারও কানাডার মূলধারার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা আলোকিত করবেন ফেস্টিভ্যাল মঞ্চ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।