ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

হলদিয়ায় বিশ্ববাংলা কবিতা উৎসব শুরু ২৭ জানুয়ারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
হলদিয়ায় বিশ্ববাংলা কবিতা উৎসব শুরু ২৭ জানুয়ারি বিশ্ববাংলা কবিতা উৎসব। ফাইল ছবি

ঢাকা: পশ্চিমবঙ্গের হলদিয়ায় ২৭ জানুয়ারি শুরু হচ্ছে তিনদিনের বিশ্ববাংলা কবিতা উৎসব-২০১৮।

হলদিয়ার নলেজ সিটি খ্যাত মেরিন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী এ কবিতা উৎসবে অংশ নেবেন ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের কয়েকশ’ কবি। উৎসবের আয়োজন করেছে স্থানীয় সাপ্তাহিক সংবাদপত্র ‘আপনজন’।

যার প্রতিষ্ঠাতা প্রয়াত কবি তমালিকা পন্ডাশেঠ। হলদিয়া উৎসব নামে খ্যাত বিশ্ববাংলা কবিতা উৎসবে যোগ দেয়ার জন্য বাংলাদেশ থেকে ৪১ কবিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

২৯ জানুয়ারি তিনদিনের এই কবিতা উৎসব শেষ হবে। উৎসবটি উদ্বোধন করবেন
পশ্চিমবঙ্গের রাজ্যপাল কবি শ্রী কেশরীনাথ ত্রিপাঠী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, কবি প্রণব কুমার মুখোপাধ্যায়, কলকাতার সাবেক মেয়র বিকাশরঞ্জন চট্টোপাধ্যায়, বাংলাদেশের জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা ও কবি রুবী রহমান।

তিনদিনের উৎসবে আলোচনা সভা, সেমিনার, কবিতাপাঠ, তমালিকা পন্ডাশেঠ স্মারক বক্তব্য রাখা হবে। এতে চারজনকে ‘আপনজন স্মারক সম্মাননা’ দেওয়া হবে। সমাপ্তি অধিবেশনে
‘সোস্যাল মিডিয়া কি সাহিত্যকে গ্রাস করছে?’ শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশের লেখক হরিশংকর জলদাস, কবি আবু হাসান শাহরিয়ার, কবি সৈয়দ আহমদ আলী আজিজ অংশগ্রহণ করবেন।

কবিতা উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে আরও আমন্ত্রিত হয়েছেন রফিকুল হক দাদুভাই,
আমজাদ হোসাইন, জাহিদুল হক, মতিন বৈরাগী, মাকিদ হায়দার, মাহমুদ কামাল, মাহবুব সাদিক,
ফজলুর রহমান ফারুক, , ফরিদ আহমদ দুলাল, জাহাঙ্গীর ফিরোজ, ফারুক মাহমুদ, আসলাম সানী, শাহীন আখতার, ঝর্ণা রহমান, সালেম সুলেরী, বুলবুল মহলানবীশ, মজিদ মাহমুদ, মাহমুদ হাফিজ, মনিরা কায়েস, মনি হায়দার, হরষিত বালা, আনজির লিটন, শাহাদাৎ হোসেন নীপু, রওশন ঝুনু, শান্তা মারিয়া, নূর কামরুন নাহার, মোহাম্মদ আবদুল মান্নান, খন্দকার নাজিম উদ্দিন, সন্তোষ ঢালী, চোধুরী বাবুল বড়ৃয়া, জাফরুল আহসান, , সীমা ইসলাম, তপঙ্কর চক্রবর্তী, হাসান মাহমুদ, কৌমুদি নার্গিস, রীপা রায় প্রমুখ।

হলদিয়া তমলুকস্থ সমুদ্রের কাছাকাছি টাউনশিপ। ২০০২ সালে এ কবিতা উৎসবের প্রচলন করেন স্থানীয় কবি তমালিকা পন্ডাশেঠ। প্রথম থেকে নিয়মিত উৎসবে যোগদানকারী নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কবি-সাংবাদিক সালেম সুলেরী বলেন, এ উৎসব বিশ্ব বাংলা ভাষা সাহিত্য চর্চার সেতুবন্ধে রূপ নিয়েছে। শুরুতে যাত্রা, চিকিৎসা, গান, বিবাহ-সংস্কৃতি এবং সাহিত্য নিয়ে ‘হলদিয়া উৎসব’ নামে এটি শুরু হয়। পরে শুধু কবিতার জন্য এ উৎসব আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।