মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে।
নাটকটি রচনা করেছেন প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন মঞ্চসারথী আতাউর রহমান।
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ-দৌলাকে হত্যার মাধ্যমে ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয় এ উপমহাদেশ। ষড়যন্ত্রের সাক্ষ্য পলাশীর যুদ্ধে পরাজয়ের পর নবাবকে নৃশংসভাবে হত্যার পর রাজপ্রাসাদের অন্তঃপুরে নারীমহলে ঘটেছিল হদয়বিদারক ঘটনা। নবাবের স্ত্রী, মা ও মাতামহ বন্দি হন ইংরেজদের হাতে। তারা শিকার হন নৃশংস হত্যাকাণ্ডের। ইতিহাসে এর কোনো সাক্ষ্যপ্রমাণ না মিললেও ইতিহাসের সেই অজানা অধ্যায় উঠে এসেছে সৈয়দ হকের ‘নারীগণ’ নাটকে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিঠু, তানিয়া হোসেন, দীপ্তা রক্ষিত লাভলী, জয়িতা মহলানবীশ, আরজুমান্দ আরা বকুলসহ পালাকারের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এএম/এএ