আমি মধুমাসের অরণ্যে এক নিয়ম ভাঙা অবুঝ কৃষ্ণমেঘ
ঝড়ের গায়ে লিখেছি মুকুল ঝরার বিষাদ হলুদগাথা
রোদফেরত যে পূরবী পাখিরা হারিয়েছে ডানার পালক
ভুলে গেছে যে নদীটি তার অভিসার, জলের ঢেউ,
যখন ফুটবে আকাশে তারা, ফিরে এসো জ্যোৎস্না প্রহরে
শিশির বোনা নরম মাঠে, ফড়িংয়ের মেরুন উড়ানে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসএনএস