সোমবার (০২ এপ্রিল) অনন্যা’র সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে এবারের সম্মাননাপ্রাপ্ত নারীদের নাম ঘোষণা করা হয়।
এ বছরের অনন্যা শীর্ষদশ সম্মাননাপ্রাপ্তরা হলেন- অধ্যাপক ড. সাদেকা হালিম (শিক্ষা), ড. নাজমানারা খানুম (প্রশাসনিক কর্মকর্তা), ফারজানা চৌধুরী (নারী উদ্যোক্তা), নবনীতা চৌধুরী (সাংবাদিকতা), স্বপ্না রাণী (গ্রামীণ নারীর স্বনির্ভরতা), নাদিরা খানম (তৃতীয় লিঙ্গ-অধিকারকর্মী), মাহফুজা আক্তার কিরণ (ক্রীড়া সংগঠক), নাজিয়া জাবীন (সমাজসেবা), শারমিন সুলতানা সুমি (সঙ্গীত) ও মারিয়া মান্ডা (খেলাধুলা)।
১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেওয়া হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০ জন নারী এই সম্মাননা পান। গত ২৪ বছরে ২৪০ জন কৃতীনারী পেয়েছেন এই সম্মাননা।
বাংলাদেশ সম: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এইচএমএস/জেডএস