ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দু’টি কবিতা | আশরাফুল কবীর

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
দু’টি কবিতা | আশরাফুল কবীর দু’টি কবিতা | আশরাফুল কবীর

একটি তামসী কায়া বরাবর
পথের বাঁক হারিয়ে ফিরে আসার প্রয়োজন
আজ অনেকটুকু ফুরিয়েছে; বেলাবসানে
জীর্ণ আর রুগ্ন হয়েছে সকল প্যান্ডারুসীয় কৌতুহল
শুধুমাত্র অনুসন্ধিৎসার ছোঁয়াটুকু
অমোচনীয় ক্ষত হয়ে প্রলম্বিত হয়েছে
একটি তামসী কায়া বরাবর।

হেমন্ত কেটে যায় প্রচণ্ড উচ্ছলতায়;
দেবালয় থেকে বহু ক্রোশ দূরে
নিভৃত কুটিরখানি অলক্ষ্যে আর অগোচরে
সদা নিভৃতেই থেকে যায়।

বহুদিন হয়ে গেলো, হলো বহুকালের পার
শীত-বসন্তের পালাবদল আর কত আর?
পেইন্টিং আর পোর্ট্রেটের ঝড় ফেলে আসি পিছু
হেমন্ত যায় শীত আসে ফেলে ছাপ কিছু।


মেটামরফসিস কিংবা জমে যাওয়া প্রজাপতির গল্প
আগের মতোই নিয়মমাফিক ঠিক সময়ে এসো
মাঘ কুয়াশার শীত চাদরে ম্যাপল ভালবেসো।

ঠিক স্থানেই এসেছো
না, কোনো হ্যালুসিনেশন নয়,
তা এইতো কিছুদিন আগের কথা -
অডিসিয়াস ছিল তার ভূমিকায়
তুমি পেনেলোপি অনুভূতিহীন
সুযোগে ভেঙে দিলে সব প্রথা।

আশ্চর্য এতো তাড়াতাড়ি সবকিছু অতীত হলো!
এখনো যে প্রমিথিউসের আগুন জ্বলন্ত!
আসলে পালাবদলের সারমর্ম এমনি হয়
ঠিক এমনি থাকে অনন্ত।

এখনো লালচে ভাবটি যায়নি
খাঁজগুলো এখনও কী ধারালো
হয়তো আক্ষেপের উৎকর্ষতায়
বাদামী রূপান্তর এড়ালো।

আশেপাশে কতো রঙের খেলা ছিল
ছিলো কতো বানানো কথার ফুলঝুরি
ছিল অর্জুন কিংবা বাক্কাসের সাহসিকতায়
জয় করবার অধিকার, মনের মতো
অচেনা পথঘাট অজানা রাজ্য যতো।

বড্ডো তুষারপাত!
শিখিয়ে দিও নতুন কাউকে-
এক-দুই-তিন-চার-পাঁচ-ছয়
আবার ক্রমানুক্রমিক
এক নতুন ধারাপাত।

ভুলো না স্থানচ্যূত ম্যাপল পাতার কথা
বিষণ্নতায় বসো কিছুটা সময়;
মেটামরফসিসে না হয় হাজির হবো
সদ্য ঝরে পড়া সদ্যই অতীত হওয়া
জমে যাওয়া প্রজাপতি হয়ে রবো।

প্রসারিত করো মন
শুনবে ম্যাপল পাতার গান
শূন্যস্থান?
ও’নিয়ে একদমই ভেবো না
সহসাই পূরণ হবে নতুন হিমবাহে
পাবে পুরনো দিনের ঘ্রাণ।  

ঝরে ঝরে ভরে ওঠা চারপাশ, মোহনীয় রূপ
ভেবে নিও একা-একা, নিসর্গের কথোপকথন-
শীত প্রাসাদের অভ্যন্তরে একা সর্বক্ষণ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।