ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রিয়ভাষিণীকে উৎসর্গ করে ‘কবিকণ্ঠে কবিতাপাঠ’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
প্রিয়ভাষিণীকে উৎসর্গ করে ‘কবিকণ্ঠে কবিতাপাঠ’  ‘কবিকণ্ঠে কবিতাপাঠ: চিরবসন্তের চিঠি’

ঢাকা: বাংলাদেশের প্রথম সারির কবি ও আবৃত্তিকার নিয়ে ল্যাবএইড ফাউন্ডেশনের বাঙ্ময় আয়োজনে ‘কবিকণ্ঠে কবিতাপাঠ: চিরবসন্তের চিঠি’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ এপ্রিল)।

অনুষ্ঠানটি সদ্যপ্রয়াত ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর নামে উৎসর্গ করা হবে।

আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠেয় কবিকণ্ঠে কবিতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

ল্যাবএইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এসময় কবিকণ্ঠে কবিতাপাঠ করবেন-কবি নির্মলেন্দু গুণ, রুবী রহমান, জাহিদুল হক, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, কাজী রোজী, কামাল চেীধুরী, মোহাম্মদ সামাদ, আসাদ মান্নান, কামরুজ্জামান কামু, শিহাব শাহরিয়ার।

আবৃত্তি করবেন- সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া আহমেদ। নৃত্য পরিবেশন করেন স্পন্দন। এছাড়া কবিতা থেকে গান পরিবেশন করেন- লুৎফর হাসান ও গাজালা মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।