বুধবার (২৭ জুন) সন্ধ্যায় আইজিসিসি আয়োজন করে ‘হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত’ সন্ধ্যার। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত এ শাস্ত্রীয় সঙ্গীতযজ্ঞে একক সঙ্গীত পরিবেশন করেন কেয়া ব্যানার্জী।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় সমবেত খেয়াল এবং সমবেত ধ্রুপদ। সমবেত ধ্রুপদের মধ্যে রাগ হিন্দোলে 'এ জীবন তব দয়ার দান', 'মহা শক্তিধর তুমি' এবং ভূপালী রাগে 'সকল খানে' গানগুলো নিবেদন করা হয়। সমবেত খেয়ালে নিবেদন করা হয় রাগ মালকোষে 'ভাষাতেই মানুষের শ্রেষ্ঠত্ব', রাগ আড়ানায় 'বাংলাদেশ বাংলা ভাষা' ইত্যাদি।
সন্ধ্যায় সঙ্গীতযজ্ঞের অনুষ্ঠান উপস্থাপনা করেন 'বাংলা খেয়াল' স্রষ্টা, সঙ্গীত গুরু আজাদ রহমান। তিনি বলেন, নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আইজিসিসি এ দেশের সঙ্গীতকে পল্লবিত করছে। দেশ-বিদেশের বিভিন্ন শিল্পীদের নিয়ে সমৃদ্ধ করছে সঙ্গীতের বিভিন্ন ধারাকে।
এসময় তিনি সবাইকে শাস্ত্রীয় সঙ্গীতে মনোযোগ দিতে আহ্বান জানান। তিনি বলেন, এ সঙ্গীতে একটু মনোযোগ দিন। তাতে আর যাই হোক, আমাদের সন্তানেরা বিপথে যাবে না।
অনুষ্ঠান শেষে শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আইজিসিসি'র পরিচালক বিশাল জ্যোতি দাস।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এইচএমএস/এএইচ/জেডএস