শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে এআইউবি’র কুড়াতলি, খিলক্ষেত ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনে সংগীত পরিবেশন কণ্ঠশিল্পী আতিক হাসান ও রাজশ্রী আচার্য।
এরমধ্যে আতিক হাসানের কণ্ঠে 'হামে তুমছে পেয়ার কিতনা' ও 'আজ এই দিনটাকে' দর্শকদের অনুরণিত করে। এছাড়া মুগ্ধতা ছড়ায় রাজশ্রী আচার্যের কণ্ঠের 'তু যাহা যাহা চালেগা' ও 'চুরালিয়া হে তুমনে যো দিলকো' গান দু'টি। এছাড়া আয়োজনে কিশোর কুমারের প্রায় ১৫ এর অধিক সংগীত পরিবেশন করা হয়।
সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে গানে গানে দর্শকদের মন ভরিয়ে দেন শিল্পীরা। আয়োজন শেষে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পক্ষ থেকে শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এইচএমএস/এএটি