ফারসি সাহিত্য নিয়ে বলতে গিয়ে এমনটাই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান। সোমবার (১২ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে পাক্ষিক ‘বিশ্বসাহিত্য পরিক্রমা’ শীর্ষক অনুষ্ঠানের তৃতীয় পর্ব।
পৃথিবীর দেশে দেশে, বিভিন্ন ভাষায় রয়েছে অসংখ্য কবি-সাহিত্যিক এবং তাদের অভিনব রচনাসম্ভার। সেসব পাঠে-অনুধাবনে-পর্যালোচনায় আমাদের সৃষ্টিশীলতা ও মননশীলতার বিকাশ ঘটে। সে আঙ্গিকেই বিশ্ব-সাহিত্যের অনন্য ও আলোকিত অংশ এবং এর সৌন্দর্যকে শিল্পসমঝদার ও সাহিত্যপ্রেমীদের সামনে উপস্থাপনের লক্ষ্যে অনুষ্ঠিত হয় বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠান।
পাক্ষিক এ সাহিত্যসভায় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনম ভূইয়া, প্রশিক্ষণ বিভাগের পরিচালক শওকত ফারুক, প্রযোজনা বিভাগের পরিচালক ড. কাজী আসাদুজ্জামান এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির কালচারাল অফিসার সৌম্য সালেক।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এইচএমএস/এমকেএম