রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে পরিবেশিত হয় এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নন্দিতা ও ইউসুফ। শিল্পী ইউসুফ একে একে গেয়ে শোনান- যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, এক তাজমহল গড় হৃদয়ে তোমার, আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো ইত্যাদি।
অন্যদিকে শিল্পী নন্দিতা পরিবেশন করেন- এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো ইত্যাদি গান।
এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দু'টি মনোমুগ্ধকর নৃত্য। নৃত্যানুষ্ঠানের পরে সংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ান। সবশেষে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী সমীর দেওয়ান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন ও মো. আব্দুল মান্নান ইলিয়াস, যুগ্মসচিব মো. ফয়জুর রহমান ফারুকী ও হাসনা জাহান খানম প্রমুখ।
এর আগে সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এইচএমএস/এএ