ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মেঘ তাকে আড়ালে ডাকে

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
মেঘ তাকে আড়ালে ডাকে

‘এই শহরে ভালো আছি’
মিথ্যেটা মিথ্যে করে হলেও একবার বলতে হবে তোমাকে।
তাই বৃষ্টি নামুক এই শহরে, ভিজবো আমি দু’চোখ জুড়ে।

চাঁদেরও যৌবন আছে, তাইতো মেঘ তাকে আড়ালে ডাকে!
তারারাও খসে পড়ে, বাসের হুইসেলে চড়ে মেঘেরাও নিরুদ্দেশ হয়
লীলাবতীর খোঁজে!
তাদের মতই প্রতিদিন কত মানুষ ঘরে ফেরে,
শুধু তাদের মাঝে আমি থাকি না।

জানি ভালো থাকতে বলো, কিন্তু কী করে ভালো থাকি?
বারবার পাশে থাকার স্বপ্ন দেখাও
অথচ একবারও কি ভেবেছো, আমার পাশবালিশটা তুমি নও!
এই শহরের অগণিত মানুষের ভিড়ে কত মানুষকেই তোমার মত লাগে
অথচ পলক ফেললেই ভুল ভাঙে
ওটা তুমি নও!

চলো; পালিয়ে যাই
এই শহর আর ভাল লাগে না, একা একা তোমায় ছাড়া।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।