মাতৃভাষাকে ভালোবাসা জানানোর সদিচ্ছা থেকে প্রতিবছর কিছু না কিছু কর্মসূচি আমরা করি বা দেখি। ‘অক্ষর’ নিয়ে, বর্ণমালা নিয়ে আমাদের নাড়াচাড়া সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।
সেই বিচিত্র ভালোবাসার প্রকাশ দেখা গেছে গুলশান কিংবা বনানীর ব্যস্ত সড়কে। কে বা কারা বিভিন্ন ‘অক্ষর’ ঝুলিয়ে রেখে গেছে গাছের ডালে ও ল্যাম্প পোস্টের খুঁটিতে। অক্ষরগুলোর নিচে লেখা আছে, ‘উল্লাস নাকি হাহাকার/বিদ্রোহ অথবা চিৎকার/কোনো ইতিহাস লুকিয়ে আছে এই নিষ্প্রাণ অক্ষরের ভেতরে? আমরা কি জানতে পারবো?’ এই শব্দগুলোর নিচে ‘আরএফএলগুডলাক’ এর ফেসবুক লিংকও (Facebook.com/RFLGOODLUCK) দেওয়া আছে।
খুব সম্ভবত ভাষা দিবস উপলক্ষে গুডলাক স্টেশনারি নতুন কোনো উদ্যোগ নিতে চলেছে। ব্যস্ত সড়কে বড় বড় ‘অক্ষর’ ঝুলানো দেখে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল প্রকাশ করেছে। শেষ পর্যন্ত ব্যাপারটা কী দাঁড়ায় তা নিয়ে নেটিজ়েনদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।
(বিজ্ঞপ্তি)
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এএটি/এইচএ/