ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কারুশিল্পে বাংলাদেশ অনন্য: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
কারুশিল্পে বাংলাদেশ অনন্য: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বক্তব্য রাখছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েইজ। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশের মনোরম কারুপণ্যে মুগ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েইজ।

তিনি বলেন, এদেশের মসলিন ও জামদানির খ্যাতি পৃথিবীজুড়ে। কারুপণ্যে বাংলাদেশ অনন্য।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর গুলশান লেক পার্কে ‘মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ উপলক্ষে বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন>>>জাঁকালো সাংস্কৃতিক উৎসবে মেতেছে হেরিটেজ কার্নিভাল

রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েইজ বলেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ। সেই ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের উদ্যাগে প্রশংসনীয়। বাংলাদেশের নারীরা এখন অনেক এগিয়ে যাচ্ছে।

রাষ্ট্রদূত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব করবে। অনেক পথ পাড়ি দিয়ে বাংলাদেশ আজ এই অবস্থানে এসেছে। বাংলাদেশ এখন অনেক সমৃদ্ধ।

বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের সভাপতি টুটলি রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী।

** ঢাকা শহরই এখন বিদেশের মতো: শিল্পমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।