বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিশ্রুতিশীল শিল্পীদের প্রশিক্ষক বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন।
কে এম খালিদ বলেন, আজকে যারা প্রতিশ্রুতিশীল শিল্পী, তাদের ভেতর থেকে একদিন একজন সাবিনা ইয়াসমিন বেরিয়ে আসবেন, এটা আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতির চর্চা আরও বেগবান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এতে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি।
সাবিনা ইয়াসমিন বলেন, আমি একজন শিল্পী, প্রশিক্ষক নই। তারপরও সবার অনুরোধে আমি প্রতিশ্রুতিশীল শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবো। এ সুযোগ পাওয়ায় আমি অনুপ্রাণিত বোধ করছি।
উদ্বোধনী আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে শিল্পী সাবিনা ইয়াসমিনের পরিচালনায় প্রতিশ্রুতিশীল শিল্পীরা পরিবেশন করেন ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘সৃজন ছন্দে’, ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘এ মাটি নয় জঙ্গিবাদের’ এবং ‘ও যার আপন খবর আপনার হয় না’ গানগুলো।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ডিএন/এফএম