শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ছায়ানটের শুদ্ধসঙ্গীত উৎসবের শুরু হয় অসিত দে’র পরিচালনায় ছায়ানটের শিল্পীদের বৃন্দ রাগসঙ্গীত পরিবেশনা দিয়ে। সমবেত কণ্ঠে তারা পরিবেশন করেন রাগ অষ্টপ্রহর।
এসময় সুরের সমান্তরালে তাল আর লয়ের সম্মিলন সুখানুভূতি ছড়িয়েছে শ্রবণ ইন্দ্রিয়ে। রাগ-রাগিনীর খেলায় ভালোলাগার অনুভবে ভেসেছে মন। তাই শাস্ত্রীয় সঙ্গীতে সাজানো সঙ্গীতাসরে মোহনীয় হয়ে ওঠে উৎসব। সেই সুবাদে শুক্রবার রাত গড়িয়ে পরদিন শনিবার ভোর ৫টা পর্যন্ত চলবে সুন্দরতম সময়।
আয়োজনে দেশের জনপ্রিয় সরোদশিল্পী রাজরূপা চৌধুরীর সরোদবাদন মুগ্ধ করে শ্রোতাদের। কণ্ঠসঙ্গীতে সুপ্তিকা মন্ডল শোনান রাগ মধুবন্তী। পুরিয়া ধানেশ্রী রাগ গেয়ে শোনান মিনহাজুল হাসান ইমন। এবাদুল হক সৈকতের তবলাবাদন শেষে আসেন শিল্পী খায়রুল আনাম শাকিল। পরে শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী পরিবেশন করেন রাগ পুরিয়া কল্যাণ।
এরপর শ্রাবন্তী ধর শোনাবেন রাগ কেদার। মো. আলাউদ্দিন মিয়া নিয়ে আসবেন রাগ যোগ। টিংকু শীল ও অভিজিৎ কুন্ডুর রাগ ঝিঁঝিট মুগ্ধ করবে শ্রোতাদের। আছে শেখর মন্ডল ও রেজোয়ান আলীর পরিবেশনা। মধ্য রাতে সবশেষ পরিবেশনা নিয়ে আসবেন শিল্পী অসিত দে। তার পরিবেশনার মধ্য দিয়েই শেষ হবে এ শুদ্ধসঙ্গীতের উৎসব।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এইচএমএস/ওএইচ/