ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

রুশ ভাষা দিবস-পুশকিনের জন্মবার্ষিকী ঘিরে আবৃত্তি আসর

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০২০
রুশ ভাষা দিবস-পুশকিনের জন্মবার্ষিকী ঘিরে আবৃত্তি আসর

ঢাকা: ইউনেস্কো ঘোষিত রুশ ভাষা দিবস ও রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ কবি আলেক্সান্দর পুশকিনের ২২১তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইনে কবির কবিতা পাঠের এক বর্ণিল আসর অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র (আরসিএসসি) এ আয়োজন করে।

শুক্রবার (১৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আরসিএসসি। ‘গ্লোরি টু পুশকিন’ শীর্ষক আবৃত্তির এ আয়োজনে অংশগ্রহণ করেন আরসিএসসি’র রুশ ভাষা শিক্ষা কোর্সের শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরুণ এই বাংলাদেশি শিক্ষার্থীরা সফলভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে রুশ ভাষায় পুশকিনের বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।

আরসিএসসির পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ আয়োজনে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক প্রকল্পের অংশ, যা রুশ সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রতি মানুষকে আকর্ষণ করে। আয়োজনে অংশগ্রহণকারীদের স্মারক ও শংসাপত্র দেওয়া হবে বলেও জানান তিনি।  

‘গ্লোরি টু পুশকিন’ শীর্ষক আবৃত্তির এই আয়োজনটি https://youtu.be/tjU7Evpsd5A ঠিকানায় দেখা যাবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এইচএমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।