ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

গ্যালারি কায়ায় ২২ দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, জুন ২৬, ২০২০
গ্যালারি কায়ায় ২২ দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু শুক্রবার গ্যালারি কায়া

ঢাকা: সীমিত দর্শনার্থী রেখে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে গ্যালারি কায়া।

প্রতিষ্ঠানটির প্রদর্শনী সমন্বয়ক রাজেন গায়েন জানিয়েছেন শুক্রবার (২৬ জুন) প্রদর্শনী উদ্বোধন হবে। শেষ হবে ১৭ জুলাই।

‘সেলিব্রেটিং নেচার’ শিরোনামের এ প্রদর্শনীতে স্থান পাবে ১২০টি শিল্পকর্ম। দেশের ১৯ জন খ্যাতনামা চিত্রশিল্পির শিল্পকর্মগুলো সাজানো হচ্ছে এবারের আয়োজন।

যে শিল্পীদের চিত্রকর্মগুলো স্থান পাচ্ছে, প্রদর্শনীতে তারা হলেন- আব্দুল্লাহ আল বশির, আহমেদ শামসুদ্দোহা, আলোপ্তগিন তুষার, আনিসুজ্জামান, আশরাফুল হাসান, আজমির হোসেন, চন্দ্র শেখর দে, হামিদুজ্জামান খান, জামাল আহমেদ, কামালুদ্দিন, মোহাম্মদ ইকবাল, মোং মোং শো, রনজিৎ দাশ, রুহুল আমিন তারেক, শাহানুর মামুন, শেখ আফজাল হোসেন, সোহাগ পারভেজ, সুমন ওয়াহিদ ও তরুণ ঘোষ।

রাজেন গায়েন বলেন, করোনা জন্য সাধারণ দর্শনার্থীর জন্য এক্সিবিশন উন্মুক্ত থাকবে না। তবে খুব সীমিত আকারে কিছু দর্শনার্থীকে সুযোগ দেওয়া হবে। সেটাও যদি আমাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ রাখেন।

তিনি বলেন, আমাদের ফেসবুক পেজে চিত্রকর্মগুলো থাকবে। এছাড়া মেইল করে নিয়মিত দর্শনার্থী বা ক্লায়েন্টদের ক্যাটালগ পাঠানো হবে।

যে চিত্রকর্ম প্রদর্শনীতে থাকছে, দেখছে ক্লিক করুন।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, জুন ২৬, ২০২০
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।