ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

চর্যাপদ সাহিত্য পুরস্কার পেলেন আটজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
চর্যাপদ সাহিত্য পুরস্কার পেলেন আটজন

চাঁদপুর: ‘আদি এবং অন্তে সত্য ও সুন্দরে আছি’ স্লোগানে প্রতিষ্ঠিত ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২০’ পেয়েছেন ৮ জন।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কে নিউ এলিট চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়।

 অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় বীরেন মুখার্জী, কথাসাহিত্যে হামিদ কায়সার, সার্বিক সাহিত্যে কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ, গবেষণা সাহিত্যে জাহাঙ্গীর হোসেন, শিশুসাহিত্যে মকবুল হামিদ, সংগীতে আশিক কবির, শিক্ষায় আজমল হোসেন চৌধুরী এবং বাচিকশিল্পে তানজিনা তাবাচ্ছুম।

একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দেশবরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচকের বক্তব্য দেন দেশবরেণ্য কবি আসলাম সানী। সংগঠনের মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন এটিএন নিউজের উপদেষ্টা কবি কবির হোসেন তাপস ও শিক্ষানুরাগী লায়ন মাহমুদ হাসান খান। এছাড়াও চাঁদপুরের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথি ও পুরস্কারপ্রাপ্তরা গিটার, গান, আবৃত্তি পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।