ঢাকা: মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকে শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দেশের এক হাজার সরকারি ও বেসরকারি গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করার উদ্যোগ নিয়েছে গণগ্রন্থাগার অধিদপ্তর।
‘দেশের লাইব্রেরিসগুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কর্নার স্থাপন’ প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি সময় থেকে ২০২১ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধভিত্তিক ও শেখ মুজিবুর রহমানের জীবনকর্ম সম্পর্কিত বই সরবরাহের মাধ্যমে পাঠক, গবেষক, তথ্য আহরণকারী ব্যক্তিরাসহ সর্বসাধারণের কাছে গ্রন্থাগারের ভূমিকাকে আরও অধিক আর্কষণী ও কার্যোপযোগী করে তোলা হবে। নির্বাচিত গ্রন্থাগারগুলোতে জাতির জনকের জীবন ও কর্মের ওপর রচিত বই সরবরাহ এবং ছবি স্থাপন করা হবে।
গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (লাইব্রেরি, উন্নয়ন ও আইসিটি) এ জে এম আব্দু্ল্লাহেল বাকী বাংলানিউজকে বলেন, প্রকল্পের আওতায় দেশের এক হাজার গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হবে। এরই মধে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। মুজিববর্ষের সময় বাড়ানো হয়েছে। এর মধেই প্রকল্পটি সম্পূর্ণ করতে পারবো। এসব গ্রন্থাগারগুলোতে জাতির জনকের জীবন ও কর্মের ওপর রচিত বই সরবরাহ করা হবে। ফলে শেখ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে পড়বে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এমআইএস/ওএইচ/