একদিনের জন্য শ্রমিক সেজেছি
তার মেহনতের মাত্রা উপলব্ধি করতে,
থালা হাতে রাস্তায় নেমেছি
একবেলা ভিক্ষা চাইবার জ্বালা সইতে।
রাতের পর রাত অভুক্ত থেকেছি
ক্ষুধার কষ্টে কয়লা হতে,
ক্রীতদাসের দুঃখ আলিঙ্গন করেছি
নিজের দুঃখদের লজ্জা দিতে।
সব জায়গায় গিয়ে ব্যর্থ যখন
নিজের পাপ গলা টিপে হত্যায়,
তখন সুফী’র দর্শন পাই
নবরূপে সাজাতে আমায়।