ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মাদারীপুরে মঞ্চায়িত হলো নাটক ‘মাকড়সা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
মাদারীপুরে মঞ্চায়িত হলো নাটক ‘মাকড়সা’

মাদারীপুর: মাদারীপুরে মুজিববর্ষ উপলক্ষে মঞ্চায়িত হলো নাটক ‘মাকড়সা’।

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চায়িত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় নাটকে অভিনয় করেন মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির নাট্যবিভাগের শিক্ষার্থীরা।

শাহিন রহমানের রচনায় ও নির্দেশনায় এটি দেখতে ভিড় করেন কয়েকশ’ দর্শক। শিল্পকলা একাডেমির গ্যালারিতে শিশু-কিশোরসহ কয়েক হাজার দর্শক উপভোগ করেন এ অনুষ্ঠান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান হত্যা করা হয় ও কীভাবে হত্যার পরিকল্পনা করা হয় সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে। মুজিবকে হত্যা করেও খ্যান্ত হয়নি সেই ঘাতকরা, তাদের ষড়যন্ত্র আজও চলমান। তাদের মাকড়সার জাল আজও বিস্তৃত, নাটকটিতে এমনটাই তুলে ধরা হয়।

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন, শিল্পকলা একাডেমির নাট্যবিভাগের প্রশিক্ষক আজম কামাল, আবৃত্তিশিল্পী আঞ্জুমান জুলিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।