ঢাকা: ‘সিনে ক্লাব বিস্তার’ আয়োজিত অন্তর্জাল ভিত্তিক চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান, ‘বীক্ষণ ও বাহাস’ এর ২৬তম পর্বটি অনুষ্ঠিত হবে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়।
এ অধিবেশনে এবার প্রদর্শিত ও আলোচিত হবে বাংলাদেশের মান্দি জনগোষ্ঠীর একজন শতবর্ষী সমাজপিতা জনিক নকরেকের জীবনদর্শন ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, ‘গিত্তাল মি আচ্ছিয়া’ (২০২০)।
ছবিটি নিয়ে আলোচনা করবেন চলচ্চিত্র লেখক, সমালোচক ও অনুবাদক মাহমুদুল হোসেন। সবশেষে, ‘মিট দ্য ডিরেক্টর’ পর্বে থাকবে স্বয়ং পরিচালকের সঙ্গে উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রশ্নোত্তর ও মুক্তালোচনা।
মূল অনুষ্ঠানের জুমলিংকটি হচ্ছে:
https://us02web.zoom.us/j/83345153803?pwd=SDN5UEhlWDkxS3lxVmhDS1JERmZyUT09
Meeting ID: 833 4515 3803
Passcode: bistaar
এছাড়া, বিস্তারের ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। তার লিংক:
https://www.facebook.com/chittagongartscomplex
সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে চলচ্চিত্রানুরাগী সবাই বিশেষভাবে আমন্ত্রিত
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এফএম