ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইমেলায় ইশতিয়াক আহমেদের নতুন উপন্যাস ‘সুটকেস'

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
বইমেলায় ইশতিয়াক আহমেদের নতুন উপন্যাস ‘সুটকেস'

কথাসাহিত্যিক ইশতিয়াক আহমেদ। বর্তমান তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় নাম।

প্রতিবারের মতো এবারও অমর একুশে বই মেলায় এসেছে ইশতিয়াক আহমেদের নতুন উপন্যাস ‘সুটকেস'।

ইশতিয়াক আহমেদ বলছেন, জীবন মূলত সুটকেসের মতোই। আমাদের জানা নেই, কী আছে এর ভেতরে। কতটা বিস্ময় আছে কিংবা কতটা অভাব বা প্রাচুর্য। একটা সুটকেস আর কিছু মানুষের জীবন মিলেমিশে একাকার এ উপন্যাসে। জাহিদ, নীরা, মহিউদ্দিন তালুকদার, আনিস, রিপন, তানজিম, জয়নাল কিংবা আরো যারা আছে, সবারই একটা করে সুটকেস আছে। জীবন নামের সুটকেস।

তিনি আরো বলেন, সুটকেস উপন্যাসের ভেতরে প্রবেশ করলে তাদের জীবনের গল্প পাওয়া যাবে। যে গল্পগুলো নতুন নয়। আপনার, আমার অথবা আমাদের জানাশোনা কোনো পুরাতন গল্পই...

সুটকেস উপন্যাস পাওয়া যাচ্ছে মেলার অনিন্দ্য প্রকাশের ৫ নম্বর প্যাভিলিয়নে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।