ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘এই জীবনের যত মধুর ভুলগুলি’র ষষ্ঠ পর্ব সন্ধ্যায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
‘এই জীবনের যত মধুর ভুলগুলি’র ষষ্ঠ পর্ব সন্ধ্যায়

ঢাকা: ভাষার মাস মহান ফেব্রুয়ারিকে উপলক্ষ্য করে বিস্তার: চট্টগ্রাম আর্ট কমপ্লেক্স আয়োজিত বাংলাভাষা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান ‘এই জীবনের যত মধুর ভুলগুলি’র ষষ্ঠ পর্বটি অনুষ্ঠিত হবে বোববার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায়।  

এটি যৌথভাবে উপস্থাপন করবেন কোলকাতানিবাসী লেখক ও ভাষাপ্রযুক্তিবিদ রাজীব চক্রবর্তী এবং মেলবোর্নবাসী অনুবাদক ও ভাষাচিন্তক এহসানুল কবির।

আর অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন বিস্তার-এর কর্ণধার, লেখক ও অনুবাদক আলম খোরশেদ।         

এ আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক:

https://us02web.zoom.us/j/86069502686?pwd=RklOek01bHdNdFhBNms4dDVTRWI4UT09


Meeting ID: 860 6950 2686

Passcode: bistaar

আর বিস্তার-এর ফেইসবুক পেইজ থেকে  অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক:
https://www.facebook.com/chittagongartscomplex/

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে বাংলাভাষার সুষ্ঠু ও শুদ্ধ প্রয়োগে আগ্রহী সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।