ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাজেটে উপেক্ষিত সংস্কৃতিখাত: ১০১ সংস্কৃতিকর্মীর বিবৃতি

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ১০, ২০২১
বাজেটে উপেক্ষিত সংস্কৃতিখাত: ১০১ সংস্কৃতিকর্মীর বিবৃতি

ঢাকা: দেশের ১০১ জন সংস্কৃতিকর্মী এক যৌথ বিবৃতিতে সদ্য ঘোষিত বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের অন্যতম চালিকাশক্তি হলো আমাদের সংস্কৃতি।

একটি অসাম্প্রদায়িক, মানবতাবাদী আধুনিক প্রজন্ম গড়ে তুলতে হলে সংস্কৃতির কোনো বিকল্প নেই।

তারা সাম্প্রদায়িকতা, নীতি-নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়, নারী ও শিশু নির্যাতন, মাদকাশক্তি এবং অন্য সব অপশক্তির বিরুদ্ধে দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার জন্য প্রস্তাবিত বাজেটে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত ৯ দফা দাবিনামা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

তানা বলেন, সংস্কৃতিখাতে জাতীয় বাজেটের কমপক্ষে ১ শতাংশ বরাদ্দ চাওয়া কোনো অযৌক্তিক দাবি নয়।

বিবৃতিদাতারা হলেন- কেরামত মাওলা, আশরাফুল আলম, মিলন কান্তি দে, ড. নিগার চৌধুরী, দেব প্রসাদ দেবনাথ, শেখ মাহফুজুর রহমান, দীপা খন্দকার, নাদের চৌধুরী, আক্তারুজ্জামান, অনন্ত হীরা, কামাল পাশা চৌধুরী, মানজার চৌধুরী সুইট, মুনীরুজ্জামান, আসলাম সানী, মারুফ কবির, চন্দন রেজা, আহসান হাবিব নাসিম, মীর বরকত, হাফিজুর রহমান সুরুজ, রফিকউল্লাহ সেলিম, শাহদাত হোসেন নিপু, রফিকুল ইসলাম, মাসকুর এ সাত্তার কল্লোল, ইকবাল খোরশেদ, ফয়েজ জহির, খোরশেদুল আলম, নুনা আফরোজ, রেজীনা ওয়ালী লীনা, নায়লা তারান্নুম কাকলি, মীর জাহিদ হাসান, ফকির সিরাজুল ইসলাম, কাজী মিজানুর রহমান, রেজাউল করিম রেজা, সেলিম রেজা, আবুল ফারাহ পলাশ, মীর মাশরুর জামান রনি, শহীদুল ইসলাম নাজু, ঝর্না সরকার, মঞ্জুর আলম সিদ্দিকী, ঝর্ণা আলমগীর, সোলায়মান কবির সোহেল, আবু আজাদ, শাহনেওয়াজ, মানস বোস বাবুরাম, আনন জামান, সালমা চৌধুরী, রওশন জাহান রুশনী, আশিকুর রহমান বুলু, অনীক বসু, তাপস সরকার, মো. আনসার আলী, সোনিয়া হাসান সুবর্ণা, কাজী শিলা, কিরীটী রঞ্জণ বিশ্বাস, দেবাশীষ ঘোষ, অনিকেত রাজেশ, অলোক দাস গুপ্ত, মাসুদুজ্জামান, আরিফ রহমান, মৈত্রী সরকার, মুন্নী সালমা, নাইম হাসান সুজা,  আতিকুর রহমান উজ্জ্বল,  নিথর মাহবুব, রিজওয়ান রাজন, নিয়াজ আহমদ, গোলাম জিলানী, আসমা আকতার লিজা, সাহিদা রহমান সুরভী, শ্যামলী চৌধুরী, ফয়সাল আহমেদ, ফয়জুল আলম পাপ্পু,.আনিসা জামান চাপা, স্বপন চৌধুরী, তারেক আলী মিলন, সাবিল রেজা চৌধুরী, শহীদুজ্জামান, গৌতম মজুমদার, বাউল দেলোয়ার, বাউল দিল বাহার, ইকবাল হাফিজ, মোতাহার হোসেন, জিয়াউল হক জিয়া, খন্দকার আনোয়ারুল ইসলাম, শাকিল আহমেদ, অনন্যা লাবনী পুতুল, হুমায়ুন কবির হিমু, মাসুম রেজা, কামাল আহমেদ, ফয়েজুল্লাহ সাইদ, সৈয়দা শামসি আরা সায়কা, মমিনুল হক দিপু, সমর মজুমদার, আক্তারুজ্জামান কিরন, শেখ শাফায়েতুর রহমান, রবীন্দ্র গোপ, মাহফুজা আক্তার মিরা, শিরিন ইসলাম, হানিফ খান, ইমরান হোসেন ইমু, ফয়জুল বারি ইমু এবং সালাউদ্দিন সোহাগ।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ১০, ২০২১
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।