ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের 'কেবলই দৃশ্যের জন্ম হয়’ এর ৩০তম পর্ব সন্ধ্যায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
বিস্তারের 'কেবলই দৃশ্যের জন্ম হয়’ এর ৩০তম পর্ব সন্ধ্যায়

বিস্তারের (Bistaar: Chittagong Arts Complex) দৃশ্যশিল্পবিষয়ক আন্তর্জাল-অনুষ্ঠান 'কেবলই দৃশ্যের জন্ম হয়' এর ৩০তম পর্বটি অনুষ্ঠিত হবে রোববার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এতে 'এই শহর একসময় পাহাড় ছিল' শিরোনামে একটি ব্যতিক্রমী চিত্র-উপস্থাপন সহযোগে নিজের কিছু শিল্পকর্ম ও শিল্পভাবনা বিষয়ে আলোকপাত করবেন তরুণ দৃশ্যশিল্পী ও শিক্ষক সোহরাব জাহান।

 

এটি মূলত ২০১৬ সালে 'বিস্তার' শিল্পশালায় অনুষ্ঠিত 'এখনো টাইগারপাসে টাইগার পাস করে' শীর্ষক তার বহুল আলোচিত সামাজিক শিল্পকর্ম প্রদর্শনীটির ওপর ভিত্তি করে নির্মিত নতুন একটি উপস্থাপনা, যার কেন্দ্রে রয়েছে চাটগাঁর অমূল্য ঐতিহ্য সিআরবির প্রাণ ও প্রকৃতির জন্য শিল্পীর সুগভীর দায় ও দরদের গল্প।  


এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণের জুম লিংকটি নিচে দেওয়া রইল।   

https://us02web.zoom.us/j/83333432273?pwd=WWd2ZEFsa2x5R2Q1ZTEzeHNsS3A4QT09

Meeting ID: 833 3343 2273
Passcode: bistaar

এছাড়া, বিস্তারের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক:

https://www.facebook.com/chittagongartscomplex/

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে শিল্পানুরাগী সবাই সাদরে আমন্ত্রিত।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।