ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

আলিয়াঁস ফ্রঁসেজে ‘ ক'-সম্বন্ধীয় চিত্র প্রদর্শনী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
আলিয়াঁস ফ্রঁসেজে ‘ ক'-সম্বন্ধীয় চিত্র প্রদর্শনী 

ঢাকা: শিল্পী আজিজি ফাওমি খানের চিত্রকর্ম নিয়ে ধানমন্ডির আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে ‘ ক'-সম্বন্ধীয় শীর্ষক একক চিত্র প্রদর্শনী।

একটি পেইন্টিং ইন্সটলেশন এবং কয়েকটি ড্রয়িং প্রজেক্টের সঙ্গে ১৫টি এক্রিলিক চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।

শিল্পকর্মে লোকজ মোটিফ এবং দেশীয় প্রেক্ষাপটের মিলন, পুরনো আলোকচিত্র ও ঐতিহাসিক ধারণা নিয়ে শৈল্পিক সুষমার কোলাজ তুলে ধরা হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেরেমি ওপ্রিতেসকো।

সোম থেকে শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। ৩১ ডিসেম্বর  শেষ হবে এই প্রদর্শনী।  

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এইচএমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।