ঢাকা: নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’র নাট্য সংগঠন বাঁশরী রেপার্টরি থিয়েটারের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হয়েছে পালা নাটক ‘বনের মেয়ে পাখি’।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিশোর বয়স থেকেই লেটোর দলে থেকে পালানাটকের রচনা শুরু করেন। কিন্তু ১৯৪২ সালে কবি অসুস্থ হওয়ার পর তার পালানাটকগুলো সংরক্ষণ করার কোন উদ্যোগ নেওয়া হয়নি। কবির হারিয়ে যাওয়া পালা নাটককে সংরক্ষণ করার লক্ষ্যেই 'বনের মেয়ে পাখি’ নাটকটি মঞ্চে আনার উদ্যোগ নিয়েছে বাঁশরী রেপার্টরি থিয়েটার।
এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত নাট্যশিল্পীরা।
নাটক মঞ্চায়নের আগে অনুষ্ঠিত আলোচনায় বক্তৃতা করেন চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, কবির নাতনি খিলখিল কাজী, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন ও বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এইচএমএস/এএটি