বান্দরবান: নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো মারমা সম্প্রদায়ের তিনদিন ব্যাপী বর্ষবরণ উৎসব সাংগ্রাই।
শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমাদেরই নয়, এই উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
১৫ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩টায় বান্দরবান শহরের উজানী পাড়াস্থ সাঙ্গু নদীর চরে অনুষ্ঠিত হয় তরুণ-তরুণীদের অংশগ্রহণে মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই নৌকার মধ্যে পানি আর আর দুপাশে যুবক-যুবতীরা অবস্থান করে একে অন্যের গায়ে ছিটাতে থাকে পানি। মনোরম পরিবেশে পানি বর্ষণে একদল আরেক দলকে পরাজিত করার চেষ্টার পাশাপাশি পুরাতনকে বিদায় জানায়।
পাশাপাশি এক মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর দল বেঁধে পানি খেলা প্রতিযোগিতার পাশাপাশি নেচে গেয়ে আনন্দ উৎসবে নানা রং এর পোশাক পরে আনন্দ ভাগাভাগি করে উপস্থিত সকলে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, রশি টানা, তৈলাক্ত বাশেঁর ওপর আরোহণ, কাবাডিসহ নানা ইভেন্টে অংশ নেয় ক্রীড়াপ্রেমীরা।
এদিকে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বর্নিল এই আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া। এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রæ, সদস্য লক্ষীপদ দাশ, সাংগ্রাই উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি থেওয়াং (হ্লাএমং), সাধারণ সম্পাদক শৈটিং ওয়াই সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন।