ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বামিহাল যুগবর্ষ উৎসব উদযাপন ও সাহিত্য পুরস্কার প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ২৪, ২০২২
বামিহাল যুগবর্ষ উৎসব উদযাপন ও সাহিত্য পুরস্কার প্রদান

ঢাকা: যুগবর্ষ উৎসব উদযাপন করলো লিটল ম্যাগাজিন বামিহাল। একইসঙ্গে যুগবর্ষের আয়োজনে বামিহাল সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বিকেলে রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজন উদ্বোধন করেন কবি ও সম্পাদক অনিকেত শামীম। আয়োজনে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিম মোরশেদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি ও দোআঁশ সম্পাদক কবি ইসলাম রফিক।  

স্বাগত বক্তব্য দেন লেখক ও বামিহাল সম্পাদক রণি বর্মণ। শুভেচ্ছা বক্তব্য দেন কবি সাফওয়ান আমিন, কবি হিম হিতব্রত, লেখক ও সম্পাদক আহমেদ শিপলু, রিংকু অনিমিখ। এসময় সকলেই বামিহাল লিটল ম্যাগাজিনকে যুগবর্ষের শুভেচ্ছা জানান।

আয়োজনে বক্তারা বলেন, সাহিত্যে নবতর মাত্রা সংযোজনে লিটল ম্যাগাজিনের রয়েছে বড় এক ভূমিকা। লিটল ম্যাগাজিন নতুন চিন্তা ও নতুনের আবাহন সাহিত্যের গতানুগতিকা থেকে মুক্ত করে লেখককে দেয় উন্মুক্ত এক আকাশের সন্ধান। এই অঙ্গনে তরুণ ও বিকল্প ধারার লেখকদের আনাগোনা কাজ করে নবচেতনাকে সঞ্চারিত করতে।

আলোচনা শেষে প্রদান করা হয় বামিহাল সাহিত্য পুরস্কার। এসময় কবিতায় শিবলী মোকতাদির, লিটল ম্যাগাজিন সম্পাদনায় 'অনিন্দ্য' লিটল ম্যাগাজিনের সম্পাদক হাবিব ওয়াহিদ, তরুণ সাহিত্য পুরস্কারে কবিতা বিভাগে সালিমুল শাহিন, উপন্যাসে রিপন আহসান ঋতু, ছোটগল্পে অঞ্জন আচার্য, প্রবন্ধে স্বপঞ্জয় চৌধুরী এবং গবেষণায় জান্নাতুল বাকিয়া কেকা'কে বামিহাল সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজনের সভাপতি কথা সাহিত্যিক সেলিম মোরশেদ। পুরস্কার হিসেবে ক্রেস্ট, উত্তরীয়, সম্মাননা পত্র এবং নগদ অর্থ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।