ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

হুমায়ূন আহমেদের ১০ম প্রয়াণ দিবসে হিমুদের ‘স্মরণ কথন’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
হুমায়ূন আহমেদের ১০ম প্রয়াণ দিবসে হিমুদের ‘স্মরণ কথন’ 

নেত্রকোনা: কথা যাদুকর জননন্দিত লেখক ও কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদের ১০ম প্রয়াণ দিবস উপলক্ষে নিজ জেলা নেত্রকোনায় কোরআন খতম, মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯টায় হুমায়ূন আহমেদের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এদিকে সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তন ছাদে হিমু পাঠক আড্ডার আয়োজনে "স্মরণ কথন" শিরোনামে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।  

এতে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। এ সময় স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

ঘণ্টাব্যাপী চলা আলোচনা সভায় হিমু পাঠক আড্ডার সব সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার হুমায়ূন প্রেমীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।