ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ময়মনসিংহে হয়ে গেলো উজান বইযাত্রা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
ময়মনসিংহে হয়ে গেলো উজান বইযাত্রা

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো উজান বইযাত্রা। এ উপলক্ষে শুক্রবার বিকেলে নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ‘কোরিয়ার গল্প’ ও ‘কোরিয়ার কবিতা’ বই নিয়ে আলোচনা এবং বইমেলা আয়োজন করে উজান প্রকাশন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক ষড়ৈশ্বর্য মুহম্মদ। আলোচনা করেন কথাসাহিত্যিক ও অনুবাদক দিলওয়ার হাসান, প্রাবন্ধিক ও ছড়াকার স্বপন ধর, ছড়াকার ও বিজ্ঞান-লেখক চয়ন বিকাশ ভদ্র, কবি কাজী নাসির মামুন, কবি ও প্রাবন্ধিক আল মাকসুদ, কবি সরোজ মোস্তফা, কথাকার উম্মে ফারাহানা, কবি জনপদ চৌধুরী। অনুষ্ঠানে কোরিয়ার ভাষা, সাহিত্য, ঐতিহ্য ও ইতিহাস নিয়ে আলোচনা করেন তারা।



সাঈদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ফরিদ আহমেদ দুলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের কবি ও লেখকেরা।

উজান প্রকাশনের দুটি অনুবাদ বই ‘কোরিয়ার গল্প’ ও ‘কোরিয়ার কবিতা’ নিয়ে চলছে উজান বইযাত্রা। পরবর্তীতে ধাপে এই আয়োজন থাকবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী শহরে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।