ঢাকা: অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসে নোবেল জয়ী ইউনূস প্রবর্তিত সামাজিক ব্যবসা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর ও ভাইস চেয়ারম্যান প্রফেসর লেস ফিল্ড ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তি অনুযায়ী উভয় পক্ষ সামাজিক ব্যবসার ধারণার উন্নয়নে বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করবে ।
৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করেন শান্তিতে নোবেল জয়ী প্রথম বাংলাদেশি ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সিডনি অপেরা হাউজে অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশি স্থপতিদের ১০ম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন তিনি।
এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও গোল টেবিল বৈঠকে যোগ দেন প্রফেসর ড. ইউনূস।
অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে গবেষণা ও দর্শনের ধারণা কীভাবে পশ্চাদপদ সামাজিক নির্ভরতাকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতি করতে পারে তার ব্যাখ্যা তুলে ধরেন ইউনূস।
এসময় ফেডারেল মিনিস্টার ফর সোস্যাল সার্ভিসেস, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর পার্লামেন্ট সেক্রেটারি ও শেয়ার বিষয়ক সিনিয়র অস্ট্রেলিয়ান ব্যুরোক্র্যাটসহ বহুজাতিক কোম্পানি ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপস্থিত ছিলেন।
এদিকে ১১ অক্টোবর মনাশ বিশ্ববিদ্যালয়ের রবার্ট ব্ল্যাকউড হলে মনাশ স্কুল অব বিজনেস আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেন ড. ইউনূস।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪