শনিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সভাপতি ড. আবুল হাসনাৎ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত 'একুশের কবিতা পাঠ' অনুষ্ঠানে কবিতা পাঠ ও বক্তব্য রাখেন হোসেইন মোফাজ্জল, আসাদ শামস, নোমান শামীম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক এলিজা আজাদ টুম্পা, সুমন সাহা, রাসেল, ফারহানা তানহা, উর্মি, আশিকুর রহমান মিঠু, তৌফিক ওয়াহাব, মহিউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা সৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এএ