ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঘন কুয়াশায় শাহজালালে ফের ৩ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
ঘন কুয়াশায় শাহজালালে ফের ৩ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ

ঢাকা: ঘন কুয়াশার প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

বুধবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, কুয়াশায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে না পারা একটি ফ্লাইটকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। কুয়াশার কারণে আজ ভোর ৪টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয়। সকাল ৮টার পর কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।

অন্যদিকে, চট্টগ্রামে ডাইভার্ট করা ফ্লাইটটি সকাল ৮টার পর শাহজালাল বিমানবন্দরে অবতরণের জন্য ফিরে আসে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এমকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।