ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাইস্পিড নর্থ ট্যাক্সিওয়ের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে শাহজালাল বিমানবন্দর আধুনিকায়নের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলো।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’র (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বুধবার বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ট্যাক্সিওয়ের উদ্বোধন করেন।
হাইস্পিড নর্থ ট্যাক্সিওয়ের উদ্বোধনের ফলে যেকোনো উড়োজাহাজ বিমানবন্দরে নেমে সহজেই ট্যাক্সি বে-তে চলে যেতে পারবে। এতে দ্রুততম সময়ের মধ্যে রানওয়ে ক্লিয়ার হয়ে যাবে। ফলে দ্রুতই আরেকটি উড়োজাহাজের জন্য রানওয়েটি ব্যবহারের উপযোগ্য হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন গত ১৯ জানুয়ারি সাউথ ট্যাক্সিওয়ের উদ্বোধন করেন।
৫৬০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ৮৫ কোটি টাকা দিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাকি অর্থ দিচ্ছে ডেনমার্ক। ০.৬ শতাংশ সুদে ১০ বছরের মধ্যে এই অর্থ ফেরত দিতে হবে।
এসময় ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’র (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪