ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা ট্র্যাভেল মার্টে বিমানের টিকেট ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪
ঢাকা ট্র্যাভেল মার্টে বিমানের টিকেট ছাড়

ঢাকা: ঢাকা ট্র্যাভেল মার্ট-২০১৪ উপলক্ষে বিভিন্ন আন্তর্জাতিক রুটে টিকেটের মূল্যে ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

মঙ্গলবার বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ শুরু হওয়া  ঢাকা ট্র্যাভেল মার্ট চলাকালীন বিভিন্ন আন্তর্জাতিক রুটে টিকেটের মূল্যে ছাড় দেবে বিমান।

এর মধ্যে ঢাকা থেকে কলকাতা, ব্যাংকক, সিংগাপুর, কুয়ালালামপুর রুটে ২৫ শতাংশ, দিল্লি ও হংকং রুটে ৩০ শতাংশ এবং ফ্রাংকফোর্ট ও ইয়াংগুন রুটের টিকেট মূল্যে ৫০ শতাংশ ছাড় সুবিধা পাওয়া যাবে।

এ টিকেট কেনার কিংবা প্রথম ব্যবহারের তারিখ থেকে পরবর্তী ৯০ দিন ব্যবহার করা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলায় বিমানের স্টল থেকে ১৯ এপ্রিল অর্থা‍ৎ শনিবার পর্যন্ত হ্রাসকৃত মূল্যে এসব রুটের টিকিট ও ৭ শতাংশ ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকেট কেনা যাবে।

একই সঙ্গে ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং ডিবিবিএল (ডেবিট ও ক্রেডিট) কার্ডসহ নগদ মূল্যে টিকিট কেনা যাবে।

দর্শনার্থীদের জন্য মেলায় এন্ট্রি টিকেটে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের প্রথম দিন ঢাকা-হংকং-ঢাকা, দ্বিতীয় দিন ঢাকা-ইয়াংগুন-ঢাকা এবং তৃতীয় ও শেষ দিন ঢাকা-দিল্লী-ঢাকা রুটে ২টি সৌজন্য টিকিটের ব্যবস্থাও থাকবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪

      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।