ঢাকা: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আগামী ৫ সেপ্টেম্বর থেকে দৈনিক ফ্লাইট শুরু করবে এমিরেটস্। ব্রাসেলস হবে এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এর ১৪৭তম গন্তব্য।
দুবাই-ব্রাসেলস-দুবাই রুটে তিন শ্রেণী বিশিষ্ট বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহৃত হবে। এমিরেটসই প্রথম, যারা ব্রাসেলস থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় প্রথম শ্রেণী সেবা অফার করবে।
ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিলসহ ১২০টির অধিক আন্তর্জাতিক সংস্থার অফিস রয়েছে ব্রাসেলসে। হাজার হাজার কূটনীতিক ও সরকারি কর্মকর্তা কাজ করেন এখানে। বেলজিয়ামে রয়েছে ইউনেস্কো ঘোষিত ১১টি ওয়ার্ল্ড হেরিটেজ, প্রতি বছর ৭৫ লাখ পর্যটক আসেন বেলজিয়াম ভ্রমণে।
চলতি বছরে এমিরেটস্ নেটওয়ার্কে নতুন ৮টি গন্তব্য যুক্ত হচ্ছে। কিয়েভ, বোস্টন ও তাইপে রুট ইতোমধ্যেই চালু হয়েছে। পর্যায়ক্রমে আবুজা ও কানো, শিকাগো এবং অসলোতে ফ্লাইট শুরুর কাজ এগিয়ে চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪