ইউনাইটেড এয়ারওয়েজ। একটি বেসরকারি এয়ারলাইন্স।
বাংলানিউজের পাঠকের সামনে এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তারপরেও আসছে আরও নতুন অভিযোগ। কিন্তু ইউনাইটেডের পরিবর্তন নেই। বরং বাড়ছে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা। এছাড়াও বৈমানিক তৈরির প্রশিক্ষণের নামে প্রতারণারও অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে। রয়েছে শেয়ারবাজার থেকে বিপুল অংকের টাকা তুলে নেওয়ার অভিযোগ। এটি একটি ‘ওয়ান ম্যান শো’ প্রতিষ্ঠান। এর মালিক যেমন খুশি তেমনভাবেই চালাচ্ছেন ইউনাইটেড এয়ারওযেজ। বেবিচকের নিয়ম-নীতিও অমান্য করে চলছেন। এ ধরনের অভিযোগ নিয়ে ভুক্তভোগীদের অনেকেই ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন বাংলানিউজের সঙ্গে। প্রতিকারও চেয়েছেন। এদের কেউ যাত্রী, কেউ কর্মী, কেউবা ইউনাইটেডের সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত। তাদের প্রতিক্রিয়া রিপোর্টের মাধ্যমে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এখনো আসছে অভিযোগ। ইউনাইটেডে অভিজ্ঞতা ও অভিযোগ কিংবা প্রতিষ্ঠানটির এহেন কর্মকাণ্ডে প্রতিক্রিয়া বা মন্তব্য জানাতে বাংলানিউজকে ই-মেইল করুন এই ঠিকানায়- comments.bn24@gmail.com। ইউনাইটেড এয়ার যাত্রীসেবাসহ মানসম্মতভাবে ফ্লাইট পরিচালনা করুক তাদের প্রতারণা থেকে মুক্ত হোক সংশ্লিষ্ট সবাই এটাই প্রত্যাশা।
বাংলাদেশ সময় ২১৩১ ঘণ্টা, মে ২০১৪