ফাইল ফটো
ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান সূত্রে জানা গেছে, শিডিউল অনুযায়ী সোমবার দুপুর ১টায় কাঠমান্ডুর উদ্দেশে ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা ছিল।
কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের আগে বিমানের এয়ারবাস-৩১০ উড়োজাহাজের ইঞ্জিন পাওয়ারের অটো সিস্টেমে সমস্যা দেখা দেয়। কয়েকঘণ্টা যাত্রীদের বসিয়ে রেখেও উড়োজাহাজের ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ফ্লাইটটি বাতিল করা হয়। আর এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
সূত্রে আরও জানা গেছে, রাতের দিকে উড়োজাহাজের ত্রুটি সারানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ার নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।