ঢাকা: ফ্রি ওয়াই-ফাই সেবা ভোগ করছেন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় ও আগ্রাবাদ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীরা।
যাত্রীদের পরিবহনের জন্য এয়ারলাইন্সটির যে শাটল বাস সার্ভিস রয়েছে সে বাস সার্ভিসে চালু রয়েছে এ সুবিধা।
এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মার্কেটিং এক্সিকিউটিভ ফারজানা বাংলানিউজকে বলেন, ফ্লাইটের সময়ানুযায়ী প্রতিদিন তিনটি বাস চলাচল করে। আমাদের উড়োজাহাজের যাত্রীরা এ সুবিধা উপভোগ করতে পারছেন। এ জন্য বাস ভাড়া হিসেবে নেওয়া হচ্ছে ১৫০ টাকা।
এদিকে, যাত্রীদের সুবিধার্থে যশোর থেকে খুলনায় যাতায়াত করতে যাত্রীদের জন্য অত্যাধুনিক ৪২ আসনের বাস সার্ভিসের ব্যবস্থা করেছে এয়ারলাইন্সটি। ওই সার্ভিসেও চালু রয়েছে ওয়াই-ফাই সুবিধা।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪